দামুড়হুদার কুড়ুলগাছির সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতার ইন্তেকাল

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও আ.লীগ নেতা ঠাকুরপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে রজমান আলী বার্ধ্যক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। জানা গেছে, গতকাল শনিবার সকাল ৫টায় উপজেলার ঠাকুরপুর গ্রামে নিজ বাস ভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ও ৫ মেয়ে নাতি-নাতকুড়িসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার দুপুর ২টার দিকে ঠাকুরপুর কবরস্থানে মুসুল্লিদের উপস্থিতে মরদেহের নামাজে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সহসভাপতি নজরুল মল্লিক, উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান জেলা আ.লীগের সদস্য খলিলুর রহমান ভুট্ট, উপজেলা আ.লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, দামুড়হুদা সদর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা আ.লীগের সহসভাপতি শহিদুল হক, জেলা কৃষকলীগের মৎস্য ও পশু সম্পদ বিষয়ক সম্পাদক আ. সালাম বিশ্বাস, দর্শনা পৌর আ.লীগের দফতর সম্পাদক আলী মুনছুর বাবু, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান এনামুল করিম ইনু, কুড়ুলগাছি ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল হোসেন, সম্পাদক উসমান গনি, জেলা যুবলীগের সদস্য আব্দুস সালাম ভুট্ট, উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. আবু তালেব, অ্যাড. আতিয়ার, আ.লীগ নেতা মিন্টু বিশ্বাস, যুবলীগ নেতা আ. রাজ্জাক, দেলোয়ার হোসেন বিপুসহ নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। রমজান আলীর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি পেশার মানুষ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য, রমজান আলী দামুড়হুদা উপজেলা আ.লীগের সদস্য ছিলেন।