স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক বিদ্যুতের বিরুদ্ধে অপর স্বেচ্ছাসেবক সুমনের নিকট থেকে ৭০ হাজার টাকা উৎকোচ নিয়েছে বলে অভিযোগ উঠেছে। সুমন গতকাল শনিবার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবীরের নিকট মৌখিকভাবে নালিশ করে বলেছেন, স্বেচ্ছাসেবকের চাকরি স্থায়ীকরণের কথা বলে নগদ ৭০ হাজার টাকা নিয়েছে ওই বিদ্যুত। মৌখিক নালিশ শুনে আবাসিক মেডিকেল অফিসার লিখিতভাবে অভিযোগ পেশের আহ্বান জানিয়ে বলেছেন, বিদ্যুৎ দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে আসছেন। সুমনের নিকট থেকে চাকরির কথা বলে টাকা নিলে অবশ্যই তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।