ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গা আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠান অধ্যক্ষ খ. মিজু আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন। হারদী এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক ফারুক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মোশরেফ হোসেন চানু, পৌর প্যানেল মেয়র কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট ও বার্ষিক পরীক্ষায় মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।