মেহেরপুর অফিস: মেহেরপুরে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ‘স্বরবর্ণ-৪’ নামের একটি সামাজিক সংগঠন এ টুর্নামেন্টের আয়োজন করে। পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ খেলায় কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-মেহেরপুরের ২৮টি দল অংশগ্রহণ করে। রাতব্যাপী খেলা শেষে ফাইনাল খেলায় বিএডিসির তন্ময়-তোহা জুটি কুষ্টিয়ার মুগ্ধ এন্টারপ্রাইজের শোভন-রাকিব জুটিকে ২-০-তে পরাজিত করে।
এর পূর্বে রাত ৮টার দিকে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত পুলিশ সুপার লিয়াকত আলী, বড় বাজার শাহাজিপাড়া জামে মসজিদের সভাপতি আজিমুদ্দিন, সংঘের সভাপতি হাসান রসুল ও সাধারণ সম্পাদক আহম্মেদ ইসতিয়াক কাননসহ অনেকে। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করে।