স্টাফ রিপোর্টার: প্রবাসীর স্ত্রী ঝর্ণা খাতুনের ঘরে পরপুরুষ জামাল উদ্দীনকে পেয়ে পাড়া প্রতিবেশীরা দুজনকে ধরে বেদম প্রহার শেষে বিয়ে পড়িয়ে দিয়েছে। গতপরশু শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে আলমডাঙ্গার পল্লি মোচাইনগরের জামাল উদ্দীনকে চুয়াডাঙ্গা পীরপুরের মালয়েশিয়া প্রবাসী শওকতের স্ত্রী ঝর্ণার ঘরে আটকে আপত্তিকর কাজে লিপ্ত হওয়ার অভিযোগ তোলা হয়। দুজনকে গাছে বেধে বেধড়ক মারপিট করে বিয়ে পড়ানো হয়। সকালে আব্দুল খালেকের ছেলে জামাল উদ্দীন পীরপুর গ্রাম ছাড়ে ঝর্ণাকে সাথে নিয়ে। দুপুরে দুজনই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রবাসীর স্ত্রী ঝর্ণা বলেছেন, ছেলেকে স্কুলে দিতে গিয়ে ওই জামাল উদ্দীনের সাথে দেখা হয়। পরিচয় হয়। জামাল উদ্দীন পরিচয়ের কথা স্বীকার করলেও আপত্তিকর কাজে লিপ্ত হওয়ার কথা অস্বীকার করে বলেছে, রাতে ওদের বাড়িতে পাওয়ার কারণে গ্রামের সাধারণ মানুষ ধরে বেধে মেরেছে। বিয়ে পড়িয়েছে। ঝর্ণাকে ওর শ্বশুরবাড়ির লোকজন এককাপড়ে বের করে দিয়েছে। বেদম মারের কারণে গুরুতর অসুস্থ হয়ে আমরা দুজনই এখন হাসপাতালে চিকিৎসাধীন।