আলমডাঙ্গা কেশবপুরের ৬ জন আটক
আলমডাঙ্গা ব্যুরো: রেপ্লিকা বোমা তৈরি করে এলাকায় আতঙ্ক সৃষ্টিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডেজড়িত থাকার সন্দেহে আলমডাঙ্গার কেশবপুর এলাকা থেকে ৯ জনকে আটক করে জিজ্ঞাসাদ শেষে পুলিশ ৩ জনকে ছেড়ে দিয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গার ওসমানপুর-প্রাগপুর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে কেশবপুর এলাকা থেকে ৯ জনকে আটক করে। রেপ্লিকা বোমা তৈরি করে এলাকায় আতঙ্ক সৃষ্টিসহ নানা অপরাধমূলক কর্মকা-ে জড়িত থাকার সন্দেহে তাদেরকে আটক করে। পরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে সন্দেহমুক্ত হয়ে ৩ জনকে ছেড়ে দেয়া হয়। বাকি ৬ জনকে গতকালই জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরা হলেন- কেশবপুর গ্রামের মৃত রহিম বক্সের ছেলে কালু শেখ, মৃত খেদ আলীর ছেলে নূর মোহাম্মদ, মৃত রমজান আলীর ছেলে ইবাদত আলী, মৃত হায়েত নবীর ছেলে রওশন, মৃত সামসুদ্দীনের ছেলে চাঁদ আলী, আনিস উদ্দীনের ছেলে তুফান আলী।
এছাড়া জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে মোড়ভাঙ্গা গ্রামের মৃত কিনু ফকিরের ছেলে শাকিল আহসান, মৃত মতি ম-লের ছেলে বিল্লাল হোসেন ও মৃত রমজান ম-লের ছেলে শাহাদত ওরফে ভগো।