আলমডাঙ্গার কালিদাসপুরে অটোর পেছনে ট্রাকের ধাক্কা
আলমডাঙ্গা ব্যুরো/ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের কালিদাসপুরে সড়ক দুর্ঘটনায় অটোচালকসহ ৬ জন মারাত্মক আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গা থেকে অটোচালক হালসা ও পাটিকাবাড়ির যাত্রী তুলে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে অটো উল্টে গিয়ে যাত্রী ও ড্রাইভার আহত হন।
জানা গেছে, উপজেলার জগন্নাথপুর গ্রামের অটো ড্রাইভার সাইদুর রহমান কুষ্টিয়া সড়কে অটো চালায়। গতকাল বিকেলে বাদেমাজু গ্রামের খবিরের স্ত্রী রাশেদা খাতুন ও মেয়ে তানিয়া আলমডাঙ্গা শাদাব্রিজ মোড় থেকে অটোতে উঠে হালসা যাচ্ছিলেন। উপজেলার কাশিপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে সোনিয়া একই দিকের যাত্রী। ইবি থানার পাটিকাবাড়ি গ্রামের মৃত শেখ আব্দুল ওহাবের ছেলে শেখ আতিয়ার রহমান ও কুষ্টিয়া মিরপুর উপজেলার দিঘাআড়পাড়ার আজিমদ্দিনের ছেলে তৌফিক আলমডাঙ্গা থেকে বাড়ি যাওয়ার জন্য অটোতে চড়েন। অটো ড্রাইভার যাত্রী নিয়ে কালিদাসপুর বাসস্ট্যান্ড থেকে কয়েকশ গজ যাওয়ার পর পেছন থেকে একটি মালবোঝাই ট্রাক ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এ সময় অটো উল্টে ড্রাইভারসহ ৬জন মারাত্মক আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন আহত রাশেদা ও তার মেয়ে তানিয়া, শেখ আতিয়ার ও তৌফিককে আল-আরাফা প্রাইভেট হাসপাতালে ও সোনিয়াকে ফাতেমা টাউয়ারে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করে। মারাত্মক আহত অটো ড্রাইভার সাইদুর রহমানকে শেফা ক্লিনিকে নিয়ে চিকিৎসা করে। পরে সাইদুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।