মাথাভাঙ্গা মনিটর: জয় দিয়ে সফর শেষ করার লক্ষ্য নিয়েই স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ নিউল্যান্ডসে টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে সফরকারী ভারতীয় ক্রিকেট দল। পক্ষান্তরে জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় প্রোটিয়ারাও। চলমান সফরে টেস্ট সিরিজে পরাজয়ের স্বাদ নিলেও দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ৫-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করে টিম ইন্ডিয়া। এরপর জোহানেসবার্গে প্রথম ম্যাচ জিতে টি-২০ সিরিজ শুরু করে ভারত। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা আনে স্বাগতিকরা। যে কারণে আজ কেপ টাউনের ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। নিউল্যান্ডসে এর আগে কখনো ভারত টি-২০ ম্যাচ খেলেনি। আবার এখানে প্রোটিয়াদের রেকর্ডও খুব আশা ব্যাঞ্জক নয়। সংক্ষিপ্ত ভার্সনে এ মাঠে দক্ষিণ আফ্রিকা এর আগে মোট আটটি ম্যাচ খেলে পাঁচটিতে পরাজিত হয়েছে। তিনটি জয়ের দুটি এসেছে ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপে। দ্বিপাক্ষিক সিরিজে একটি মাত্র জয় এসেছে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে।