চুয়াডাঙ্গায় পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে লোক নিয়োগ পরীক্ষা শুরু
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লোক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ লাইন মাঠে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাত্র ৭৮ জন কনস্টেবল পদে প্রায় ১০ হাজার তরুণ-তরুণী অংশগ্রহণ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় কনস্টেবল পদে পুরুষ ৬৬ জন এবং নারী ১২ জন নিয়োগযোগ্য পদ রয়েছে। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার প্রথম দিনে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণরা আগামীকাল শনিবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী সোমবার। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর আগামী মঙ্গলবার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে সাধারণ, মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি, এতিম এবং উপজাতি কোটা রয়েছে। নিয়োগ প্রাপ্তদের অবশ্যই অবিবাহিত হতে হবে। নিয়োগপ্রাপ্তদের ৬ মাসের মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণ চলাকালীন সময়ে ৭৫০ টাকা হারে প্রশিক্ষণ ভাতা দেয়া হবে।