মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর প্রত্যন্ত অঞ্চলে এক প্রতিবন্ধী ধর্ষণের শিকার। ধর্ষককে গ্রেফতার করেছে দত্তনগর ফাঁড়ি পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে ধর্ষণের অভিযোগে উপজেলার কেশবপুর গ্রামের মৃত তক্কেল ম-লের ছেলে মহাব ম-লকে দত্তনগর ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল ইসলাম গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রবিউল ইসলাম জানান, কেশবপুর গ্রামের আব্দুল হামীদের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে একই গ্রামের মহাব ম-ল ফুঁসলিয়ে বাড়ির পাশে একটি বিচুলি গাদায় গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধর্ষণ করে। এ বিষয়ে মেয়ের নানা বাবুর আলী বাদী হয়ে গত বুধবার মহেশপুর থানায় একটি ধর্ষণের মামলা করে। মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক জানান, ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে ও ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়েছে।