আলমডাঙ্গা ব্যুরো: একই রাতে আলমডাঙ্গার বাঁচামারী গ্রামের ৩ কৃষকের ৪ গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া গরুর মধ্যে গতকাল ১টি বাছুর হাটবোয়ালিয়ার মাঠে পাওয়া গেছে। গত ২১ ফেব্রুয়ারি দিনগত রাতে আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের বাঁচামারী গ্রামের মৃত আত্তাব উদ্দীনের ছেলে আব্দুস সাত্তারের বাছুরসহ একটি গাভী, আরশাদ আলীর ছেলে মাসুদের একটা গরু ও একই গ্রামের ভুট্টোর ছেলে লাল্টুর একটি গরু চুরি হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে হাটবোয়ালিয়া মাঠে আব্দুস সাত্তারের গরুর বাছুর খুঁজে পাওয়া গেলেও অন্যান্য গরু পাওয়া যায়নি।