আলমডাঙ্গা উপজেলায় একদিনে ১৪টি উন্নয়নে কাজের উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি
ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলাব্যাপী উন্নয়ন কাজের উদ্বোধন করলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী আলমডাঙ্গা উপজেলার ১৪টি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন তিনি। বেলা ১১টায় রংপুরÑলক্ষ্মীপুর দেড় কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম ম-ল। একে একে লক্ষ্মীপুরÑমাজহাদ সড়ক উন্নয়ন, অনুপনগর ঘাটÑনীমতলা সড়ক উন্নয়ন, বাড়াদী পূর্বপাড়া আবেদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, জেহালাÑকুমারী সড়ক উন্নয়ন, ব-বিল আর অ্যান্ড এইচÑহারদী মিরপুর সড়ক উন্নয়ন, কুমারীÑইসলামপুরÑভিটিআই সড়ক উন্নয়ন, কালিদাসপুর ব্রিজÑহাউসপুর ব্রিজ সড়ক উন্নয়ন, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, শ্রীরামপুরÑপাটিকাবাড়ী সড়ক উন্নয়ন, বকসিপুর জাহাঙ্গীরের বাড়ীÑজিকে ক্যানেল সড়ক উন্নয়ন, বগাদী হাটÑবাড়াদী ইউপি সড়ক উন্নয়ন, মহেশপুর সরকারি প্রাথমিক ভবন নির্মাণ, ভাংবাড়িয়া ইউপিÑবগাদী হাট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। উন্নয়ন কাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রতিটি স্থানে নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক সমাবেশ ঘটে। সমাবেশে হুইপ ছেলুন জোয়ার্দ্দার বলেন ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় আলমডাঙ্গা উপজেলাসহ জেলাব্যাপী যে উন্নয়ন কাজ হয়েছে তা বিগত ৪০ বছরের হয়নি। তিনি চুয়াডাঙ্গা জেলাসহ দেশব্যাপী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করতে চুয়াডাঙ্গাÑ১ আসনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন আওয়ামী লীগ সরকার উন্নয়ন ও শান্তির সরকার। বিএনপি লুটপাট আর সন্ত্রাসে বিশ্বাসী দল। তারা সরকার গঠন করলে দেশে সন্ত্রাস জঙ্গীবাদ বিস্তার লাভ করে। তাই উন্নয়ন ও শান্তির জন্য নৌকা প্রতীকই দেশবাসীর একমাত্র ভরসা।’ উন্নয়ন কাজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দীন, নির্বাহী সদস্য ও ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, জেলা যুবলীগ নেতা আরেফিন আলম রন্জু, আসমান আলী, আবদুর রশিদ, হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাংবাড়ীয়া ইউপি চেয়ারম্যান কাইছার আহম্মেদ বাবলু, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রানা উদ্দীন, সম্পাদক আবদুর রাজ্জাক, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, ডাউকি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, যুবলীগ নেতা মোজাম্মেল, টুটুলসহ জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান হান্নানসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মী ও ্িবপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এ সময় এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম, আলমডাঙ্গা উপজেলা প্রকৌশলী সুপ্র্রিয় মুখার্জী, উপসহকারী প্রকৌশলী তরুন জোয়ার্দ্দার উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার সর্বস্তরের জনসাধারণ এলাকার উন্নয়নের জন্যে হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপিকে প্রাণঢালা অভিনন্দন জানান।