দশম জাতীয় সংসদ নির্বাচন ও ১৮ দলীয় জোটের নৈরাজ্যের প্রতিবাদে গাংনীতে আ.লীগের প্রতিবাদসভা

 

মেহেরপুর অফিস: দশম জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোটের নৈরাজ্যের প্রতিবাদে মেহেরপুর আ.লীগের বিশেষসভা অনুষ্ঠিত হয়।

গতকাল রোববার সকাল ১০টায় মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আ.লীগের সহসভাপতি আলহাজ মো. আসকার আলী। বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, সহসভাপতি মাহাবুবুর রহমান মধু, আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর থানা আ.লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল, সাধারণ সম্পাদক আব্দুর রব বিশ্বাস, মুজিবনগর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোলা, জেলা আ.লীগের যুগ্মসম্পাদক সাইফুল ইসলাম পল্টু, সাংগঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু, শহর আ.লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রুপক, সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন প্রমুখ।

গাংনী প্রতিনিধি: গতকাল রোববার সকালে মেহেরপুর গাংনী শহরে ১৮ দলীয় জোটের ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। বেলা ১২টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু ও সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনের নেতৃত্বে বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি মানিক ফকির, সাধারণ সম্পাদক ইমরান হাবীব, ছাত্রলীগ নেতা জাব্বার, খালেদ মাসুদ, রতন, নাজমুল প্রমুখ।

গাংনী প্রতিনিধি: ১৮ দলীয় জোটের অবরোধের প্রতিবাদে মেহেরপুর গাংনী শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমএ খালেকের নেতৃত্বে তার বাসভবন থেকে মিছিলটি শুরু হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ করা হয়। উপস্থিত ছিলেন পৌর আ.লীগ সভাপতি সানোয়ার হোসেন বাবলু, উপজেলা কৃষকলীগ সভাপতি ফজলুল হক, উপজেলা যুবলীগ সহসভাপতি কাউন্সিলর নবীর উদ্দীন, গাংনী হাফিজুল ইসলাম, মোজাম্মেল হক, লিখন আহম্মেদ, ইউপি সদস্য ওসমান আলী, আ.লীগ নেতা রুহুল আমীন, জাকির হোসেন বাচ্চু, মিরাজ, ইউসুব প্রমুখ।