ঝিনাইদহ প্রতিনিধি: জাতীয় পতাকা অবমাননার অপরাধে ঝিনাইদহে ২৬ প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান এ দ-াদেশ প্রদান করেন। আদালত সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিটি প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত করার নিয়ম রয়েছে। কিন্তু শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ম অবমাননা করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে শহরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় শহরের এইচএসএস সড়ক, শের-এ বাংলা সড়ক, কেপি বসু সড়ক ও অগ্নিবিনা সড়কের বিভিন্ন প্রতিষ্ঠানে সর্বমোট ৮ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়। আদালতে সদর থানার এসআই তৌহিদুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।