কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে বিয়ের ৩দিন পরেই সাদ্দাম হোসেন নামের এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী এলাকার নিজ বাড়ি থেকে সাদ্দাম হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক উক্ত এলাকার সেন্টু ম-লের ছেলে। আমলা পুলিশ ক্যাম্পের উপপুলিশ পরিদর্শক শরিফুল ইসলাম জানান, স্থানীয়রা সাদ্দাম হোসেনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশের খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। সাদ্দাম ৩ দিন আগে বিয়ে করেছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।