আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ বোতল ফেনসিডিলসহ এরশাদপুরের মুসাকে আটক করেছে। সে সময় যাদবপুরের চিহ্নিত মাদকব্যবসায়ী রাজু পালিয়ে যায়।
জানা গেছে, আলমডাঙ্গা এরশাদপুরের মৃত মহর আলীর ছেলে আবু মুসা ফেনসিডিল ক্রয় করতে যায় যাদবপুরের চিহ্নিত মাদকব্যবসায়ী রাজুর নিকট। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রাজুর স্ত্রী লিপি রাজুকে পালিয়ে যেতে সহযোগিতা করে। তবে পুলিশ ৫ বোতল ফেনসিডিলসহ আটক করে মাদকসেবী আবু মুসাকে।