স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহর সমাজসেবা প্রকল্প পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য অসুস্থ মৌসুফা বেগমের শারীরিক সুস্থতা কামনা করে খোঁজ খবর নিয়েছেন কার্যনির্বাহী কমিটির সভাপতি শহিদুল ইসলাম সাহানসহ কমিটির নেতৃবৃন্দ। গতকাল বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা শহরের মাঝেরপাড়ার মৌসুফা বেগমের নিজ বাড়িতে সৌজন্য সাক্ষাৎ দেখা করেন।
এসময় শহর সমাজসেবা উন্নয়ন প্রকল্প পরিষদের সদস্য সচিব সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আলম মামুন, আব্দুর রহমান জোয়ার্দ্দার, হুমায়ুন কবির মালিক, অ্যাড. শামসুজ্জোহা, জাহাঙ্গীর আলম মালিক খোকন, কিশোর কুমার কু-ু, কম্পিউটার প্রশিক্ষক রাশেদ উর রহমান ও আব্দুল হাকিম কাজি উপস্থিত ছিলেন। শহর সমাজসেবা উন্নয়ন প্রকল্প পরিষদের সভাপতি শহিদুল ইসলাম জানান, মৌসুফা বেগমের দুচোখে দেখতে সমস্যার সৃষ্টি হয়েছে। তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করছি মহান আল্লাহতালার কাছে।
প্রসঙ্গত: মৌসুফা বেগম শিক্ষা বিভাগের (মাধ্যমিক) খুলনা বিভাগীয় উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন।