স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস সালাম গুরুতর অসুস্থ। ৩ সপ্তা ধরে তিনি কোমরের ব্যথায় ভুগছিলেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকের পরামর্শে কুষ্টিয়ার বেশ কয়েকটি স্থানে পরীক্ষা-নিরীক্ষা করান। পরীক্ষার ফলাফলে তিনি মেরুদণ্ডে পিএলআইডি রোগে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা জানান। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য কয়েদিনের মধ্যেই তাকে ভারতে নেয়া হবে বলে তার পরিবারিক সূত্রে জানা গেছে।
আব্দুস সালাম চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের সাবেক ফুটবলার, জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাবেক সভাপতি, চুয়াডাঙ্গা জেলা আম্পায়ার অ্যান্ড স্কোরার সমিতির বর্তমান সাধারণ সম্পাদক, খুলনা বিভাগীয় ক্রিকেট আম্পায়ার অ্যাসোসিয়েশনের সদস্য, লেভেল-১ ক্রিকেট কোচ এবং চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সকল ক্রীড়া সংগঠক, ক্রীড়ামোদী ও শুভাকাঙ্খিদের নিকট দোয়া চেয়েছেন।