আলমডাঙ্গার আইলহাঁস ও নাগদাহ ইউনিয়নে ২৯ মার্চ ২য় বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলার নবগঠিত আইলহাঁস ও নাগদাহ ইউনিয়নে ২য় বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল মঙ্গলবার এ নির্বাচন সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনছার। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আইলহাঁস ও নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ মার্চ বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাই’র তারিখ ৪ ও ৫ মার্চ রবিবার ও সোমবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মার্চ সোমবার। ভোটগ্রহণের তারিখ ২৯ মার্চ বৃহস্পতিবার।
উল্লেখ্য, নাগদাহ ইউনিয়নে মোট ভোটসংখ্যা ১২ হাজার ৬১৭টি। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৩০৬টি ও মহিলা ভোটার সংখ্যা ৬ হাজার ৩১১টি। এছাড়া আইলহাঁস ইউনিয়নে মোট ভোটারসংখ্যা ১১ হাজার ৯৪১টি। এরমধ্যে পুরুষ ৫ হাজার ৯৭৫টি ও মহিলা ভোটার সংখ্যা ৫ হাজার ৯৬৬টি। উভয় ইউনিয়নে ৯টি করে ভোটকেন্দ্র স্থাপিত হবে।