মেহেরপুর আফিস: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে আমঝুপি ব্রিজের কাছে বিড়ির আগুনে চলন্ত পাটকাঠি বোঝাই আলমসাধু পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে মেহেরপুর থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই পাটকাঠি পুড়ে শেষ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমঝুপি গ্রামের দক্ষিণপাড়ার মৃত আলী হোসেনের ছেলে আশিক পানবরজে পাটকাঠি বহনের দায়িত্ব নিয়ে পার্শ¦বর্তী চাঁদবিল থেকে পাটকাঠি বহন করতে থাকে। বেলা ১টার দিকে পাটকাঠি বোঝায় আলমসাধু নিয়ে সে আমঝুপির দিকে যাচ্ছিলো। সে সময় মুখে টানছিলো বিড়ি। ওই বিড়ির আগুন পাটকাঠিতে লেগে দাউদাউ করে জ্বলে ওঠে। মেহেরপুর ফায়ার সার্ভিসকে খবর দেয় হলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।