বাজার গোপালপুর প্রতিনিধি: কোটচাঁদপুর সারুটিয়া গ্রাম থেকে ডাকাতির মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোররাতে তাদের গ্রেফতার করে কোটচাঁদপুর থানা পুলিশ। কোটচাঁদপুর থানার তদন্তকারী কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম ও আব্দুর রহিমের ছেলে মিলন হোসেন। গোপন সংবাদ ভিত্তিতে গতকাল মঙ্গলবার ভোররাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।