গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে পেঁপে গাছ কেটে তছরুপ করা হয়েছে। গত রোববার রাতের আধারে ঢেপা গ্রামের মাঠে সাংবাদিক রেজ-আন-উল বাসার তাপসের ক্ষেতের অর্ধ শতাধিক পেঁপে গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। পূর্ব শত্রুতা বশত পেঁপে গাছ কেটে দেয়া হয়েছে বলে ধারণা করছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, এনটিভি মেহেরপুর জেলা প্রতিনিধি রেজ-আন-উল বাসার তাপস ৭ বিঘা জমিতে পেঁপে আবাদ করেছিলেন। চলতি মরসুমে কয়েক দফা পেঁপে বিক্রি করেছেন তিনি। কয়েক দিন পরেই পরবর্তী দফায় পেঁপে বিক্রি করার প্রক্রিয়া চলছিলো। ক্ষেতেরও পরিচর্যা চলছিলো নিয়ম মতোই। কিন্তু গত রোববার রাতের আধারে দুর্বৃত্তরা ক্ষেতের অর্ধ শতাধিক পেঁপে গাছ কেটে দেয়। গতকাল সোমবার সকালে বিষয়টি নজরে পড়ে ক্ষেত মালিকের লোকজনের। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ক্ষেতের ফসল কাটার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন এলাকার কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢেপা গ্রামের দু’পক্ষের লোকজনের মধ্যে বেশ কিছুদিন ধরে চরম বিরোধ চলে আসছে। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও বাড়িঘরে আগুন-পাল্টা আগুনের ঘটনায় মামলায় জড়িয়ে পড়েছে দু’পক্ষই। এ ঘটনার জের ধরে তাপসের ক্ষেতের পেঁপে গাছ কাটা হতে পারে। প্রতিপক্ষের কেউ পেঁপে গাছ কেটেছে না কি তৃতীয় পক্ষের কেউ ‘কাটা ঘায়ে নুন’ ছিটিয়ে ফায়দা লুটতে চাইছে তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, দুদিন আগে এ উপজেলার হাড়ভাঙ্গা গ্রামের একটি বাগানে শতাধিক মেহগনি, আম ও লিচু গাছ কেটে তছরুপ করে দুর্বৃত্তরা।