মহেশপুর যোগিহুদার দরিদ্র কুদু মিয়ার বসতবাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত
মহেশপুর প্রতিনিধি: মহেশপুর যোগিহুদার দরিদ্র কুদু মিয়ার বসতবাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে কুদু মিয়া খোলা আকাশের নিচে বসবাস করছে। গত রোববার দুপুরে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঝিনাইদহ মহেশপুর উপজেলার যোগিহুদা পূর্বপাড়া গ্রামের দরিদ্র কুদু মিয়া। তিনি দরিদ্রতার কষাঘাতে জর্জরিত। গত রোববার দুপুরে তার স্ত্রী খড়কুটা দিয়ে ভাত রান্না করছিলো। এসময় অসাবধানতা বসত হঠাৎ ঘরের চালে আগুন ধরে যায়। এতে তার ৩টি বসতঘর এবং বাড়ির আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তার আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে তিনি জানিয়েছেন। তিনি এখন ছেলে-মেয়ে নিয়ে অসহায়ভাবে খোলা আকাশের নিচে বসবাস করছে। অসহায় পরিবারটি সরকারসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন।