মাথাভাঙ্গা মনিটর: ডারবানের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচেও বড় ব্যবধানে হেরে গেল ভারত। দক্ষিণ আফ্রিকার ২৮০ রানের জবাবে ১৪৬ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলে ভারত। ফলে ১৩৪ রানে হারলো তারা। সিরিজে ২-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। টসে হেরে ব্যাট করতে নেমে ডি কক ও আশিম আমলার শতকে ৬ উইকেটে ২৮০ রান করে দক্ষিণ আফ্রিকা। দলীয় ১০ রানের মাথায় ডেইল স্টেইনের বলে শূন্যরানে বিদায় নেন শিখর ধাওয়ান। এরপর তার পথ ধরেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। ভারতের পক্ষে রায়না সবচেয়ে বেশি ৩৬ রান করেন। জাদেজা ২৬ আর থোনি ১৯ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে চার উইকেট নেন সতসবে আর তিনটি নেন স্টেইন।