আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে সকল সদস্যদের উপস্থিতিতে ভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে। ভোটে হাজি সোহরাব হোসেনকে সভাপতি ও বিপ্লব হোসেনকে সহসভাপতি নির্বাচিত করা হয়। সদস্য সচিব নির্বাচিত হন ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিরাজুননেছা, নির্বাচিত সদস্যরা হলেন আল্পনা রানী দে, রেফাউল হক, আকরাম হোসেন, হাফিজুর রহমান, আবু সাইদ বাচ্চু। নির্বাচনে অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষা অফিসার হুমায়ন কবির। নবনির্বাচিত এ কমিটিকে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানিয়েছেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার দে, সাবেক মেম্বার শফিকুল ইসলাম মন্টু, আবসরপ্রাপ্ত সারজেন্ট তাইজুল হক তাজু, সাবেক মেম্বার রেজাউল হক পিন্টু, শরিফুল ইসলাম মন্টু, বকুল, শফিকুল, বশির প্রমুখ ।