স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার খুদিয়াখালী আশ্রয়ণের ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়েছে দিয়েছে স্থানীয় কৃষ্ণপুর কৃষকদের এক সমিতি। সমিতির পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে নগদ এক হাজার করে টাকা দেয়া হয়েছে ওই সমিতির পক্ষ থেকে। গতকাল সোমবার সন্ধ্যায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে এ নগদ অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন। একই সময় কৃষ্ণপুর গ্রামের যুবসমাজের উদ্যোগে ঘরগৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী সহায়তা দেয়া হয়।
জানা গেছে, গত শুক্রবার গভীররাতে অগ্নিকা-ের ঘটনায় জেহালা ইউনিয়নের খুদিয়াখালী আশ্রয়ণের পশ্চিম ব্যারাকের ১১টি ঘর ভস্মীভূত হয়। পরদিন শনিবার জেলা প্রশাসন, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামী লীগ ও ব্যক্তি উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা পরিষদের সদস্য খলিলুর রহমান ও ইউপি মেম্বার ওহিদ আলীর নেতৃত্বে কৃষ্ণপুর গ্রামের যুবসমাজ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বালতি, বদনা, কড়াই, পাটি, থালাবাসনসহ গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। খলিলুর রহমান বলেন, একটা সংসারের রান্নাবাড়া ও খাওয়া দাওয়ার কাজে যা যা দরকার তা দেয়া হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে গ্রামের প্রবীণ ব্যক্তি আকুব্বারসহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী সুজন মাহমুদ, মুঞ্জুর, রনি, মারিফুল, স্বাধীন, ফাইম, জাহাঙ্গীর, সঞ্জিত, আরিফুল, রসুল, সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।