কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার মিশনপাড়ায় সরকারি রাস্তায় বেড়া নির্মাণ করার অভিযোগ উঠেছে। এতে ওই এলাকায় অবরুদ্ধ হয়ে পড়েছে ৩টি পরিবার।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশনপাড়ায় দীর্ঘদিন থেকে বসবাস করে আসছে মি. রবি ম-লসহ বেশ কয়েকটি পরিবার। গত কয়েকদিন আগে সরকারি রাস্তার ওপর বেড়া নির্মাণ করেছে মৃত বিনিময় ম-লের স্ত্রী পূর্ণিমা। বিষয়টি ইউনিয়ন পরিষদ ও কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ বিষয়টি জানতে পেরে বেড়াটি নির্মাণ করতে নিষেধ করে। নিষেধ তোয়াক্কা না করে গায়ের জোরে বেড়া নির্মাণ করা হয়েছে। ফলে যাতায়াতের একমাত্র রাস্তায় বেড়া দেয়ার কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে ৩টি পরিবার। পূর্ণিমার বিরুদ্ধে কেউ কিছু বললে সে হয়রানিমূলক মামলায় ফাঁসিয়ে দেবার হুমকি দেয়। ভুক্তভোগী রবি ম-ল জানান, আমাদের একমাত্র যাতায়াতের রাস্তাটি পূর্ণিমা ও সহযোগী হিসেবে তার ভাই পূর্ণ ম-ল বেড়া দিয়ে বন্ধ করে রেখেছেন। কিছু বলতে গেলে নারী নির্যাতন মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে। রবি ম-ল আরও অভিযোগ করে বলেন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের আমিন দিয়ে জমি সঠিকভাবে মেপে দেবার পর সাময়িকভাবে বেড়াটি সরিয়ে দেয় কিন্তু সে আবারও বেড়া নির্মাণ করেছে। বিষয়টি সুরাহার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগিরা।