স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বিভিন্নস্থানে বিভিন্ন সংগঠন একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করেছে। গতকাল সোমবার জেলা কৃষকলীগ, ছাত্রলীগ ও দামুড়হুদা উপজেলা যুবলীগ এ সভার আয়োজন করে।
এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন চুয়াডাঙ্গা কৃষক লীগ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। কৃষকলীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দারের সভাপতিত্বে শুরুতেই ভাষা শহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রধান অতিথি ছিলেন সাবেক যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের যুগ্মআহবায়ক জিল্লুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রশিদ মাসুদ, আবু তাহের চেয়ারম্যান, একরামুল দৌলা ঝন্টু। দামুড়হুদা উপজেলা কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সহসভাপতি তহিদুর রহমান চন্দন, আক্তার হোসেন, সেলিম উদ্দিন মল্লিক ছলিল। সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. রবিউল ইসলাম, প্রচার সম্পাদক মহাসিন রেজা, সহপ্রচার সম্পাদক জাকারিয়া হোসেন, স্থানীয় সরকার সম্পাদক আসকার আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল এহসান রুমি জোয়ার্দ্দার, কৃষি ঋণ ও পুনঃসম্পাদক ইলিয়াস হোসেন স্বপন। থানা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, যুগ্মসাধারণ সম্পাদক ইলতুত হোসেন আলো, সদস্য মাসুদ। পৌর আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকু, যুগ্মআহবায়ক উজ্জল বাঙালী, আরিফুল। মাখালডাঙ্গা কৃষকলীগের সভাপতি শ্রী গৌতম শাহ, পদ্মবিলা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আনোয়ার হোসেন। শঙ্করচন্দ্র ইউনিয়নের কৃষকলীগের জাব্বারুল ইসলাম। জেলা কৃষকলীগের সদস্য এমদাদুল হক বাবু, বগা, হানিফ, আতিকুর রহমান রাব্বি, তুহিন ইসলাম রানা, দেলোয়ার হোসেন দয়াল, ময়েন, কল্লোল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির।
এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের কেদারগঞ্জ নতুন বাজারের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের পরিচালনায় অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা যুবলীগের নবনির্বাচিত যুগ্মআহ্বায়ক ও চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, সদর থানা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের নবনির্বাচিত সদস্য শরীফ হোসেন দুদু, তসলিম উদ্দীন ফিরোজ, সাবেক সদস্য মাহাবুবুল ইসলাম সেলিম, আব্দুর রাজ্জাক, মিলন আহমেদ, ইমারান আহমেদ বিপ্লব, ভূলন শেখ, যুবলী নেতা ইমরান শেখ, জেলা ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি, দপ্তর সম্পদক সেক সামী তাপু, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, জেলা ছাত্রলীগ নেতা খাইরুল, পৌর ছাত্রলীগ নেতা ইব্রাহীম শেখ ইমরান, প্লাবন, আফ্রিদি, সবুজ, ইমন, কলেজ ছাত্রলীগ নেতা কানন, আকিব জাভেদ, আনিস, শাওন, হিমু, আরাফাত প্লাবন, ফারহান, রাব্বি, সিথুন, নিশান, সজীবসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং একুশ ফেব্রুয়ারিকে তাৎপর্যের সাথে পালনের জন্য সকলকে আহ্বান করেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় যুবলীগের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে স্থানীয় ডাকবাংলো চত্বরে দামুড়হুদা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হালিম ভুট্টুর সভাপতিত্বে ওই প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, যুগ্মসম্পাদক ইমতিয়াজ হোসেন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, আ.লীগ নেতা আয়ুব আলী, আব্দুল মালেক, বজলু, জোনাব আলী, যুবলীগ নেতা শাহীন উদ্দীন, জাকির, শরীফ, হাতেম, দামুড়হুদা সদর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মুনছুর আলী মেম্বার, যুগ্মসম্পাদক রকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক একরামুল হক, রানা, হাসান প্রমুখ। সভায় রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং ২১ ফেব্রুয়ারি সকালে প্রভাতফেরী শেষে শহীদ মিনার পাদদেশে আলোচনাসভার সিদ্ধান্ত নেয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাহেব আলী।