মেহেরপুর অফিস: মেহেরপুর ঘাটপাড়া ক্রীড়াচক্রের উদ্যোগে শহরের বোসপাড়ামাঠে অনুষ্ঠিত রিপন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর ফ্রেন্ডস ইলেভেন একাদশ ১৪ রানে মেহেরপুর দূরন্ত হোটেল বাজারকে পরাজিত করেছে। গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত খেলায় টস জিতে মেহেরপুর ফ্রেন্ডস ইলেভেন একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে। দলের পক্ষে অনু সর্বোচ্চ ৩৩ রান করে। মেহেরপুর দূরন্ত হোটেল বাজারের অয়ন ২টি উইকেট লাভ করে।
জবাবে খেলতে নেমে মেহেরপুর দুরন্ত হোটেল বাজার ৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ৭৮ রান করে। দলের পক্ষে আবির সর্বোচ্চ ১৭ রান করে। মেহেরপুর ফ্রেন্ডস ইলেভেন একাদশের অনু একাই ৫ উইকেট লাভ করে। ব্যক্তিগত ৫ উইকেট লাভসহ ৩৩ রান করায় বিজয়ী দল মেহেরপুর ফ্রেন্ডস ইলেভেন একাদশের অনু ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়।