স্টাফ রিপোর্টার: দর্শনা আইসিপি চেকপোস্ট হতে ভারতীয় থ্রী পিস আটক করেছে বিজিবি। গতকাল সোমাবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির দর্শনা আইসিপির টহল দল আটক করে থ্রিপিসগুলি।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা ৬ বিজিবির দর্শনা আইসিপির টহল দল দামুড়হুদা থানার দর্শনা আইসিপি চেকপোস্টে অভিযান চালান। এ সময় ৩৬ পিস ভারতীয় শাড়ী আটক করে। যার আনুমানিক মূল্য এক লক্ষ আশি হাজার টাকা।