স্টাফ রিপোর্টার/বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা শহরের রেলবাজারস্থ অনন্যা ফুডের মালিক সাইদুল ইসলাম সাদুকে ৫ হাজার ও শহরের পুরাতন ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার চুয়াডাঙ্গা ফুডের মালিক কামরুজ্জামানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট টুকটুক তালুকদার। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে এ জরিমানা করা হয়। একই সাথে চুুয়াডাঙ্গার বদরগঞ্জে খাদ্য দ্রব্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চুুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চুুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজারে এ অভিযান চালানো হয়। বদরগঞ্জের কলারহাটে প্রতীক্ষা ঘোষ ডেইরি দধির মালিক সুব্রত ঘোষকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। লিমা সীমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টর মালিক শরিফুল ইসলামকে ৫ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভেজাল খাদ্যদ্রব্য অভিযানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং কর্মকর্তা শহীদুল ইসলাম ও সহযোগিতায় ছিলেন চুুয়াডাঙ্গা সদর থানার পুলিশ সদস্য।