আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গা মোচাইনগরের অগ্নিদগ্ধ গৃহবধূ রুশিয়া অবশেষে মারা গিয়েছেন। গত শনিবার রাত ৯টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার মোচাইনগর ঝোড়পাড়ার দলু মণ্ডলের স্ত্রী রুশিয়া খাতুন। তিনি গত ৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১০টার দিকে রান্না করছিলো। এসময় তার শরীরে আগুন লেগে ঝলসে যায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে তার বাড়িতে নেয়া হয়। অবশেষে গত শনিবার রাত ৯টার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান। তার রয়েছে ৫ ছেলে ও ২ মেয়ে। গত শনিবার রাত ২টার দিকে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।