পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোগঞ্জের কৃতিসন্তান চট্টগ্রামের এডিশনাল এসপি আকরাম হোসেনসহ দুজন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। গতকাল রোববার বেলা ১২টার দিকে সরোজগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সরোজগঞ্জ জলিবিলা গ্রামের যুগিরহুদার হাজি আতর আলী বিশ্বাসের ছেলে আকরাম হুসাইন চট্টগ্রামে এডিশনাল এসপি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ছুটিতে বাড়ি এসে জলিবিলা গ্রামের মৃত মুন্সি দীনমোহাম্মদের ছেলে ব্যবসায়ী শহিদুল্লাহ কাইসারকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে গতকাল রোববার বেলা ১২টার দিকে সরোজগঞ্জ বোয়ালিয়া রোডে যাচ্ছিলেন। এসময় সরোজগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছুলে বদরগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা আলমসাধুটি মোটরসাইকেলে ধাক্কা মারে। এতে এডিশনাল এসপি আকরাম হুসাইন ও ব্যবসায়ী শহিদুল ইসলাম ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরেন। দুর্ঘটনার খবর পেয়ে সরোজগঞ্জ ক্যাম্পের টুআইসি সাকের আলী আলমসাধুটি আটক করে ক্যাম্পে নিয়েছেন।