আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া বাজারের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী আব্দুল বারিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। গত শনিবার দিনগত রাত ১১টার দিকে নিজ বাড়িতে শ্বাস কষ্টজনিত সমস্যা শুরু হয়। পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহে……..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৬৫) বছর। গতকাল রোববার বেলা ২টায় আন্দুলবাড়িয়া খাজা পারেশ সাহেবের রওজার ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে রওজা কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতকুড়িসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হোটেল ব্যবসায়ী আব্দুল বারিকের অকাল মৃত্যুতে আন্দুলবাড়িয়া বাজার কমিটির নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বেলা ১টা থেকে বেলা ৩টা পর্যন্ত বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেন।