ঝিনাইদহ কেসি কলেজের সামনে ছিনতাইকারিদের তা-ব
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার কাশিপুর গ্রামের জালাল উদ্দিন (৪২) নামের এক পান চাষি পান বিক্রির উদ্দেশে রওনার পর পথিমধ্যে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। জালাল উদ্দিনের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়নের কাশিপুর গ্রামের সর্দ্দারপাড়ার তফিজ উদ্দিন সর্দ্দারের ছেলে পানচাষি জালাল উদ্দিন গতকাল রোববার ভোরে বাড়ি থেকে বাইসাইকেলযোগে পান বিক্রি করার জন্য ঝিনাইদহ শহরের হাটখোলার উদ্দেশে রওনা হয়। ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ শহরের সরকারি কেসি কলেজের সামনে পৌঁছুলে একদল সংঘবদ্ধ ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় মোবাইল, টাকা, বাইসাইকেল ও পান ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। জালাল উদ্দিন তাদেরকে বাধা দেয় ও চিৎকার করতে থাকে। ওই সময় ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে নাইটগার্ড ও টহল পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু জালালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। জালাল উদ্দিনের এমন আকাল মৃত্যুতে পরিবারের সদস্য ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, জালাল উদ্দিন পান বিক্রি করতে শহরের পান বাজারের আসছিলেন। পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।