ঋণের জালে জড়িয়ে দিশেহারা এলাকার হতদরিদ্র মানুষ

চুয়াডাঙ্গা খাড়াগোদায় ভুয়া সংস্থার নামে চলছে ঋণদান কার্যক্রম

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর খাড়াগোদা বাজার এলাকায় দীর্ঘদিন ধরে নিউ সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামের একটি ভুয়া প্রতিষ্ঠান খুলে চড়া সুদের কারবার চালিয়ে যাচ্ছে। সুদের জালে জড়িয়ে সর্বশান্ত হয়েছেন অনেকেই। সুধের টাকা পরিশোধ করতে না পেরে কেউ কেউ হচ্ছে মামলার শিকার। দরিদ্র মানুষগুলোর দারিদ্র্যের সুযোগ নিয়ে পুরোদমে চালিয়ে যাচ্ছে সুদের ব্যবসা।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা বাজারে গড়ে উঠেছে নিউ সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটিড নামের একটি ভুয়া ঋণদান প্রতিষ্ঠান খুলে বসেছেন গ্রামের নুরুল ইসলামের ছেলে নাসির উদ্দিন। এ প্রতিষ্ঠান থেকে দেড়বছর আগে খাড়াগোদা গ্রামের মনিরুদ্দিনের ছেলে বালু ব্যবসায়ী আসাদুল হক সুদের মাধ্যমে ৫০ হাজার টাকা লোন নেন স্থানীয় কয়েকজনকে সাক্ষি রেখে। আসাদুল অভিযোগ করে জানান, তিনি ৪০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ১০ হাজার টাকার সাথে সুদের ৫ হাজার টাকা যোগ করে ১৫ হাজার টাকা ফেরত দিতে যায় আসাদুল। সেই সাথে মাফও চেয়ে নেয় সে। তাতে মন গলে না নাসির উদ্দিনের। শেষমেশ বাকি ১০ হাজার টাকার জন্য দেড় লাখ টাকার অভিযোগ এনে নাসির উদ্দিন গত ৭ ফেব্রয়ারি উকিল নোটিশ পাঠায় আসাদুলের বিরুদ্ধে। হতদরিদ্র আসাদুল উকিল নোটিশ পেয়ে দিশেহারা হয়ে পড়েন। যাদের মাধ্যমে টাকা ফেরত দিয়েছিলেন তাদের সকলকে জানায় আসাদুল। এ ব্যাপারে সুদকারবারী নাসরি উদ্দিনের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি কিছু জানি না পলাশ জানে। স্থানীয়রা অভিযোগ করে জানান, খাড়াগোদা এলাকায় এ ধরনের নামে বে-নামে অনেক প্রতিষ্ঠান আছে। যেখানে চড়াসুদে দরিদ্রমানুষগুলোর ঋণ দিয়ে রক্ত চুষে খায়। ঋণের টাকা শোধ হলেও সুদের টাকা শোধ হয় না ঋণ গ্রহীতাদের। বিষয়টি তদন্তপূর্বক এসব ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী মহল।