মেহেরপুর অফিস: শিমুল-পলাশের আগুন ঝরা রুপ যেনো প্রকৃতিকে পুড়িয়ে দিচ্ছে। ফুল পাখিদের মিতালী আর পাখির ডাক, গ্রামীণ জীবনকে আরও প্রাণবন্ত করে তুলেছে। তরুণ-তরুণীরাও নিজেকে রাঙাতে শুরু করেছে বসন্তের রঙে। এরই মাঝে গত শনিবার বেলা ১১ টার সময় মেহেরপুর সরকারি কলেজে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল। প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন সহযোগী অধ্যাপক কাবিল উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক বশির আহমেদ, বাংলা বিভাগের প্রভাষক সানজিদা ঝর্ণা। অনুষ্ঠান সঞ্চলনা করেন সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনায়েদ ইমতিয়াজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থী তারিকুল ইসলাম লিখন, শোভন সরকার, মার্শিয়া রহমান রুকমী, মিরাজ হোসেন প্রমুখ। এর আগে অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত হলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।