কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে কুদরত আলী নামে এক ঘটককে গলা কেটে হত্যা করা হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার তারাগুনিয়া শালিমপুর ডাকবাংলার পিছনের বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কুদরত আলী খলিশাকুন্ডি এলাকার পরেস মন্ডলের ছেলে। এ ঘটনায় স্ত্রী মাছুরা খাতুনকে (২৫) আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, স্ত্রী মাছুরা খাতুনের পরকীয়ার জের শনিবার গভীর রাতে নিজ ঘরে ঘটক কুদরত আলীকে ধারাল অন্ত্র দিয়ে নির্মমভাবে গলা কেটে হত্যা করে তার মৃতদেহ বাড়ির পার্শ্ববতী বাগানের ভেতর ফেলে রাখে। রোববার সকালে স্থানীরা নিহরতর মৃতদেহ ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত ঘটকের মৃতদেহ উদ্ধার মর্গে প্রেরন করে। হত্যাকান্ডের ঘটনায় নিহত ঘটকের স্ত্রী মাছুরা খাতুনকে আটক করেছে পুলিশ।
দৌলতপুর থানার উপ-পরিদর্শক শাহাদত হোসেন জানান, স্ত্রীর পরকীয়ার জের ধরে কুদরত আলী ঘটককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় স্ত্রী মাছুরা খাতুনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।