স্টাফ রিপোর্টার: পিরোজপুরের জিয়ানগরে জামায়াতের নায়েবে আমির ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধ মামলার রাষ্ট্র পক্ষের স্বাক্ষী মোস্তফা হাওলাদারকে (৬০) সিঁধ কেটে ঘরে প্রবেশ করে কুপিয়ে জখম করা হয়েছে। গত শনিবার মধ্যরাতে উপজেলার পাড়েরহাটের হোগলাবুনিয়া গ্রামের মোস্তফা হাওলাদারের ঘরে সিঁধ কেটে প্রবেশ করে এক দুর্বৃত্ত। এ সময় মোস্তফা হাওলাদার ও তার স্ত্রী হাসিনা বেগমকে (৪৮) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে মোস্তফার কপালের বাম দিকে ও তার স্ত্রী হাসিনা বেগমের হাতে কোপ লাগে। এ সময় তাদের ডাক চিত্কারে হামলাকারী দুর্বৃত্ত পালিয়ে যায় বলে জানিয়েছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার।