জীবননগরে প্রবীণ কমিটির উদ্যোগে শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির উদ্যোগে শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা কৃষি বিভাগের ট্রেনিং সেন্টারে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল।
মনোহরপুর প্রবীণ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা বদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিকেএসএফের ব্যবস্থাপক মনির হোসেন, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির, সাংবাদিক সমিতির সভাপতি পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হেলেনা আক্তার নিপা।
ওয়েভ ফাউণ্ডেশনের সিনিয়র ম্যানেজার কামরুজ্জামান যুদ্ধ’র পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে এছাড়াও মুক্তিযোদ্ধা নূর ইসলাম, আনিচুর রহমান ও সাদিয়া হক স্বর্ণা প্রমূখ বক্তব্য রাখেন। শেষে উপজেলার সীমান্ত ও মনোহরপুর ইউনিয়নের ১০ জন প্রবীণ পঙ্গু অসহায় পিতা-মাতাকে নিয়োমিত খোঁজখবর নেয়ায় তাদেরকে নগদ অর্থ ও সম্পাদনা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হচ্ছে- সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের নুহু আলীর মেয়ে কুলসুম বিবি, মেদিনীপুর গ্রামের আয়ুব আলীর ছেলে ইমরান আলী, ধান্যখোলা গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে সফুরা খাতুন, কয়া গ্রামের গোপালের ছেলে ইকরামুল, হাবিবপুর গ্রামের ইসাহকের ছেলে রুবেল, মনোহরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সরজুল, মনোহরপুর গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী শাহানারা, মৃত ফকির মোহাম্মদের ছেলে সামাদ সর্দার, আব্দুস সাত্তারের ছেলে মিজানুর রহমান এবং ধোপাখালী গ্রামের বিশারত আলীর ছেলে আতিয়ার রহমান। পিকেএসএফের সহযোগিতায় ওয়েভ ফাউ-েশন এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।

Leave a comment