আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যোগ দিতে বাইসাইকেলে বাংলাদেশে ১৯ সদস্যের ভারতীয় দল

দর্শনা অফিস: ‘বাংলা কখনও হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক’ এ স্লোগান মুখে নিয়ে ভাষার মাসে আন্তর্জাতিক মাতৃভাষা বাংলার প্রতি শ্রদ্ধা জানাতে কোলকাতা থেকে সাইকেলযোগে বাংলাদেশে এলো কোলকাতার ১৯ সদস্যের দল। দর্শনা জয়নগর সীমান্ত পথে গত শুক্রবার সন্ধ্যার আগে বাংলাদেশে পৌঁছায় দলটি। গতকাল শনিবার সকাল ১০টার দিকে দর্শনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে দলের ১৯ সদস্য। দলনায়ক সরজীৎ রায়ের প্রতিনিধিত্বে বাইসাইকল প্রতিনিধি দলটি গত ১৪ ফেব্রুয়ারি দুপুর আড়াইটার দিকে ভারতের কোলকাতা জোড়োসাঁকোর ঠাকুরবাড়ি থেকে রওনা হয়। দর্শনা জয়নগর সীমান্তে বাইসাইকেল প্রতিনিধি দলটি পৌঁছুলে ফুলেল শুভেচ্ছাসহ বরণ করেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, বিজিবির দর্শনা কো¤পানি কমান্ডার সুবেদার তোফোজ্জেল হোসেন, দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন, চেকপোস্টের হাবিলদার ইকবাল হাসেন, দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক, সাহিত্যিক আবু সুফিয়ান, অ্যাড. শাহাজান আলী, পৌর কাউন্সিলর হাসান খালেকুজ্জামান খালেক, মঈনউদ্দিন মন্টু, চান্দু মাস্টার, নজরুল ইসলাম, কাঞ্চন মাতবর, দর্শনার বিশিষ্ট ব্যবসায়ী মুকুল মিয়াজি প্রমুখ। দলনায়ক সরজীৎ রায় জানিয়েছেন, মূলত ভাষার সূত্র ধরেই এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলা একই সুঁতোই গাঁথা। এবার সাইকেলিং এ প্রোগামের নাম দেয়া হয়েছে ‘ভাষা সূত্র’। ভাষার সূত্র ধরে প্রতিবছরই বাংলাদেশে আমরা এ ভাষা দিবস পালন করতে আসি। তবে এবার আমাদের যাত্রার পথ অনেকটা বেশি। প্রথমে কুষ্টিয়া জেলার শিলাইদাহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি, এরপর শাহাজাদপুর হয়ে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ২১শ ফেব্রুয়ারি পু®পমাল্য অর্পণ করবো বলে আশা করছি। অমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দু’বাংলার সবচেয়ে বড় আইকন বলে মনে করি। দু’বাংলার জাতীয় সঙ্গীত লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এজন্য এবারে যাত্রা আমরা কবি গুরুর স্মরণে জোড়াসাঁকে থেকে শুরু করেছি। ২০১২ সাল থেকে প্রতিবছর কোলকাতার এ সংগঠনটি সাইকেলিং করে ঢাকায় আসছে মাতৃভাষা বাংলাকে শ্রদ্ধা জানাতে।