স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র ছাত্রআন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় দলটির নিজস্ব কার্যালয় দৌলাতদিয়াড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এক প্রেসবিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানিয়ে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলা সভাপতি মুহা. ফাহিম ফয়সালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক গাজী মুহাম্মদ ওসমান গনী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহা. হাসানুজ্জামান সজীব, সেক্রেটারি ডা. মুহা. জিনারুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক মুহা, মাছুম বিল্লাহ, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শেখ পিয়ার মুহাম্মদ, ইসলামী যুব আন্দোলন চুয়াডাঙ্গা জেরা শাখার সহসভাপতি মুহাম্মদ আলীসহ জেলা ও থানার নেতৃবৃন্দ। পরে বিগত কমিটি বিলুপ্ত করে নুতন কমিটি ঘোষণা করেন। ২০১৮ সালের জন্য নতুন কমিটির সভাপতি মুহা. রোকনুজ্জামান, সহসভাপতি মুহা.আশিকুল আলম সজীব ও সাধারণ সম্পাদক মুহা. জামাল উদ্দীন ঘোষণা করা হয়।