মাথাভাঙ্গা মনিটর: টেস্ট ও ওয়ানডে লড়াই শেষে আজ থেকে তিন ম্যাচের টোয়েন্টি টোয়েন্টি সিরিজ শুরু করছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজ প্রোটিয়ারা জিতলেও, ওয়ানডেতে দাপট দেখিয়ে জয়ের স্বাদ নিয়েছে টিম ইন্ডিয়া। এবার উভয় দলেরই লক্ষ্য জয় দিয়ে সংক্ষিপ্ত ভার্সন শুরু করা। জোহানেসবার্গে প্রথম টি-২০ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। নিজেদের কন্ডিশন ও অতীত রেকর্ড বিবেচনায় ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ফেভারিট হিসেবেই শুরু করে দক্ষিণ আফ্রিকা। ফেভারিটের তকমাটা প্রথম দু’ম্যাচেই প্রমাণ দেয় প্রোটিায়ারা। ৭২ ও ১৩৫ রানের ব্যবধানে সিরিজের প্রথম দু’টেস্ট জিতে দক্ষিণ আফ্রিকা। সেই সাথে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলে স্বাগতিকরা। এরপর জোহানেসবার্গে সিরিজের শেষ টেস্টে ঠিকই জয় তুলে নেয় ভারত। হোয়াইটওয়াশ এড়ানোর লজ্জা থেকে রক্ষা পায় বিরাট কোহলির দল।