স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইস চেয়ারম্যান ঢাকা মহানগরের আহ্বায়ক সাদেক হোসেন খোকার জামিন এবং রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে তেজগাঁও থানার একটি মামলায় আদালতে খোকার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান উভয় আবেদন নামঞ্জুর করেন। সেইসাথে প্রয়োজনে ১০ কার্য দিবসের মধ্যে আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এর আগে বৃহস্পতিবার তাকে রমনা ও শাহবাগ থানার দু মামলায় গ্রেফতার দেখিয়ে তদন্ত কর্মকর্তারা ১০দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ সালাম রমনা থানার মামলায় রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করে শাহবাগ থানার মামলায় দু দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রাতে খোকাকে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৫ নম্বর রোডের ১৮ নম্বর বাসা থেকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। উল্লেখ্য, ১ ডিসেম্বর খিলগাঁওয়ে আবুল হোটেলের সামনে সহিংতার ঘটনায় দায়ের হওয়া রমনা থানার মামলায় এবং গত ২৮ নভেম্বর শাহবাগে বাসে আগুন দিয়ে ১৮ জন যাত্রীকে দগ্ধ করার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় অভিযুক্ত দেখানো হয়েছে।