বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর বেগমপুর ক্যাম্প পুলিশ আকন্দবাড়িয়ার ফার্মপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে। অভিযান চালিয়ে ফেনসিডিলসহ রশিদার মেয়ে জুলিয়াকে এবং সেবনকারী সরোজগঞ্জের শাওনকে গ্রেফতার করে। তবে মাদককারবারি জুলিয়ার কামড়ে এক আনসার সদস্যকে আহত করেছে বলে জানা গেছে। গ্রেফতাকৃত দু’জনকেই চুয়াডাঙ্গা সদর থানায় সোপদর্ করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মাদকবিরোধী অভিযান চালান বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া ফার্মপাড়ায়। এ সময় পুলিশ গ্রামের চিহ্নিত মাদককারবারি রশিদার মেয়ে জুলিয়াকে গ্রামের একটি বাগান থেকে ১২ বোতল ফেনসিডিলসহ এবং সেবনকারী সরোজগঞ্জের মোহাম্মদ আলীর ছেলে শাওনকে গ্রেফতার করেন। পুলিশ জুলিয়াকে গ্রেফতার করতে গেলে সে ক্যাম্পের আনসার সদস্য আবুল কালামের হাতে কামড় দিয়ে আহত করে। গ্রেফতারকৃত জুলিয়া এবং সেবনকারী শাওনকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করে পুলিশ।