চুয়াডাঙ্গার খাড়াগোদা থেকে ছেড়ে যাওয়া পিকনিকের বাস ঢাকা মানিকগঞ্জের শিবালয়ে তল্লাশি
স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা খাড়াগোদা বাজার থেকে ছেড়ে যাওয়া পিকনিকের বাস ঢাকা মনিকগঞ্জের শিবালয়ের সংযোগ মোড়ে তল্লাশি করা হয়েছে। গতপরশু বৃহস্পতিবার শিবালয় পুলিশ তল্লাশি করে। এসময় খাড়াগোদা বাজারের মাসুদ রানাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাস তল্লাশি করে পুলিশ ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক থানায় সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা বাজার থেকে গতপরশু বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কক্সবাজারের উদ্দেশে স্কাইলাইন পরিবহনের একটি পিকনিকের বাস ছেড়ে যায়। বাসটি রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মানিকগঞ্জ জেলার শিবালয় থানার শিবালয় উথলী সংযোগ মোড়ে পৌঁছুলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাসটি তল্লাশি করে। পুলিশ বাস তল্লাশি করে একটি ব্যাগের মধ্য থেকে ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় বাসের মধ্যে বসে থাকা খাড়াগোদা বাজারপাড়ার আব্দুস সাত্তারের ছেলে মুদি ব্যবসায়ী মাসুদ স্টোরের স্বত্বাধিকারী মাসুদ রানা, ডাকবাংলা এলাকার নজরুল ইসলাম ও সাজ্জাদ হোসেনের নিকট হাফ বোতল করে ফেনসিডিল পায়। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। শিবালয় থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লা সর্দার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান থানার এসআই মানেবেন্দ্র ও এসআই সাইবুর রহমান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান। বাসের মধ্যে থাকা পিকনিক যাত্রী বলেন, বাসটি খাড়াগোদা বাজার থেকে ছেড়ে গিয়ে ডাকবাংলায় ৪৫ মিনিট দাড়ায়। সেখান থেকে থেকে ৬ জনকে মাসুদ গাড়িতে তোলে। আর তাদের কাছ থেকেই ফেনসিডিল পায় পুলিশ। যে কারণে পুলিশ তাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে।