দর্শনা অফিস: ‘মাদক কে না বলি, সুখি সমৃদ্ধির বাংলাদেশ গড়ি’ এ স্লোগানকে ধারণ করে দর্শনায় এক ঝাঁক তরুণদের নিয়ে, আত্মপ্রকাশ করেছে ‘শূন্য’ ক্রীড়া ও সাংস্কৃতিক একাডেমি। এ উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় দর্শনা পৌর ফুটবল মাঠ প্রাঙ্গণে রাজিব মল্লিকের সভাপতিত্বে দর্শনা সোসাইটি লিমিটেড নির্বাহী পরিচালক শাহিনুজ্জামান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলবাজার দোকান মলিক সমিতির সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দর্শনা সোসাইটি লিমিটেডের মহা-ব্যবস্থাপক আরাফাত হোসেন, ওমর ফারুখ, প্রান্ত দেবনাথ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ফাইম, নাসিম, রাসেল রানা, এনামুল হোসেন রনি, সালমান সাদিক, সাজন, আলামিন পারভেজ, জোবায়েদ হাসান অনিক, আমির হামজা তুর্য, আলামিন, তাশিন খান, হাবিবুর রহমান, তানভির আহম্মেদ, নাসিম পারভেজ প্রভাত, সাদিক শাহরিয়া রোহান, রাব্বি হোসেন, আকাশ, আবুল খায়ের ও হিরো। পরে সবার মতামতের ভিত্তিতে আগামী এক মাসের জন্য রাজিব মল্লিককে আহ্বায়ক, শাহিনুজ্জামন পলাশ ও আরাফাত হোসেনকে যুগ্ম আহ্বায়ক, ওমর ফারখ, প্রান্ত দেবনাথ, ফাইম ও আলামিনকে সদস্য করে একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।