স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পরিবারের অসাবধানতায় গরম তরকারিতে ঝলসে গেছে ১৫ মাস বয়সের অবুঝ শিশু হাসনাত পারভেজের শরীর। গতকাল সকালে ঝলসানো শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে চুয়াডাঙ্গা জেলা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়নের হানুরবাড়াদী কাজীপাড়ার মালেক আহমেদের ছোট ছেলে। এ সময় হাসনাতের শয্যাপাশে থাকা তার পরিবারের লোকজন বলেন, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে হাসনাতের মা তরকারী রান্না করে ঘরের বারান্দায় খোলা অবস্থায় একটি পাত্রে রাখে। শিশু হাসনাত পাত্রে রাখা গরম তরকারির পাশে দাঁড়িয়ে ছিলো। এমন সময় তারই বড় ভাই তিন বছর বয়সী হানজালা তাকে ধাক্কা দিলে সে গরম তরকারির ওপর পড়ে তার পিঠসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। ঝলসানো অবস্থায় হাসনাতকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।