জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ উপজেলার হরিপুর গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শুক্রবার পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ সময় উদ্ধার করা হয়েছে ২৫ বোতল ফেনসিডিল। আটক মাদক ব্যবসায়ী সামারুল ইসলাম (৩০) ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
থানা সূত্রে জানা যায়, জীবননগর থানা অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর ওসি মাহমুদ মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছেন। তার নেতৃত্বে থানার সাব-ইন্সেপেক্টর ও ফোর্স অভিযান অব্যাহত রাখায় গত কিছুদিন ধরে মাদকব্যবসায়ী অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছেন। জীবননগর-চ্যাংখালী সড়কে বসানো হয়েছে তল্লাশি চৌকি। এ অভিযানের অংশ হিসেবে গতকাল এসআই নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সীমান্ত ইউনিয়নের হরিপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় ২৫ বোতল ফেনসিডিলসহ ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে সামারুল ইসলামকে আটক করেন। মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে থানাতে মামলা রুজু করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।