স্টাফ রিপোর্টার: শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচেও নেই দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় এই ম্যাচেও মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। আগামী ১৮ ফেব্রুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ম্যাচটি। ১৬ সদস্যের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব রয়েছেন মাহমুদউল্লাহ। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের চোট শঙ্কায় দলে আসা মোহাম্মদ মিঠুনও রয়েছেন দলে। চোটের জন্য প্রথম ম্যাচে তামিম না খেললেও মুশফিক ছিলেন। ম্যাচে ৪৪ বল থেকে ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মুশফিক।
দুই ম্যাচ সিরিজের প্রথম প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেট হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।